গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

কুমিল্লা সরকারি কলেজ-এর

সংক্ষিপ্ত ইতিহাস(১৭৮০-২০১৯)


পটভূমি :

কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র পুলিশ লাইন এলাকায় এ অঞ্চলের বিশিষ্ট শিক্ষানুরাগী বিশেষ করে সমাজ সেবক এডভোকেট আবুল খায়ের , এডভোকেট সাজেদুল হক বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ নূরুল হক প্রমুখের প্রচেষ্টায় কুমিল্লা কলেজ নামে একটি বেসরকারি কলেজ ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। তাঁরা এলাকাবাসীকে উদ্বুদ্ধকরণ ,ছাত্র- ছাত্রী সংগ্রহকরণ ,তহবিল সংগ্রহকরণ , অধ্যাপক ও কর্মচারি নিয়োগকরণ ,আসবাবপত্র সংগ্রহকরণ , কলেজের জন্য জায়গার ব্যবস্থাকরণ সহ অন্যান্য প্রশাসনিক দায়িত্ব পালন করেন। সে সময় তাঁদেরকে আরও সহযোগীতা করেন এডভোকেট জনাব হারুনুর রশিদ , এডভোকেট জনাব রেজাউর রহমান , শিল্পপতি আবদুস সামাদ, জনাব নাছির উদ্দিন চৌধুরী , এডঃ মহসীনুজ্জামান , আমোদ পত্রিকার সম্পাদক জনাব ফজলে রাব্বি ,ডাঃ লুৎফর রহমান এবং অধ্যাপক আবদুল ওহাব প্রমুখ। সর্বোপরি তৎকালীন কুমিল্লা জেলা প্রশাসক জনাব আবদুছ ছালাম সি, এস ,পি এ ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। গর্ভনিং বডি ছাড়াও তখন অরগানাইজিং কমিটি নামে একটি পৃথক কমিটি ছিল। এতে কুমিল্লা শহরের বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিগণ অন্তর্ভুক্ত থেকে কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনায় অবদান রাখেন। স্বাধীনতা পরবর্তীকালে জনাব বদিউল আলম গর্ভনিং বডির সভাপতির দায়িত্ব পালন করেন। এ কলেজে ১ম নিয়োগ প্রাপ্ত অধ্যাপক জনাব আবদুল ওহাব। তিনি ছাত্র/ছাত্রী ভর্তি সহ কলেজের ভৌত অবকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনাব নুরু মিয়া ১ম নিয়োগপ্রাপ্ত পিয়ন। তাঁরা নব গঠিত কলেজটির জন্য যথেষ্ট পরিশ্রম করেন। সে সময় প্রধান সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ দেলোয়ার হোসেন। তিনি হিসাবরক্ষণ ও টাইপিষ্ট এর দায়িত্ব সহ অন্যান্য প্রশাসনিক কাজে সহায়তা করেন।অনেক প্রতিকূল অবস্থায় থেকেও তখনকার অধ্যক্ষ , অধ্যাপক মন্ডলী এবং কর্মচারীগণ এ কলেজে তাদের দায়িত্ব পালন করেছেন। যে জায়গায় কলেজটি স্থাপিত সেটি একটি হিন্দু জমিদার বাড়ি ছিল। বাড়ির মালিকের নাম শ্রী যতিন্দ্র চন্দ্র কর ও রবিন্দ্র কর গং। ১৯৪৭ সালে দেশ বিভাগের পূর্ব থেকেই তারা এ বাড়িতে বসবাস করতেন না এবং স্ব-পরিবারে ভারতে চলে যান। পাকিস্তান আমলে এ কলেজ স্থাপনের পূর্ব পর্যন্ত এখানে আঞ্চলিক E.P.R ক্যাম্প ছিল।

বর্তমানে কলেজের মালিকানায় জমির পরিমাণ ২.৬৮ একর। তিনটি টিন শেড বিল্ডিং এবং একটি পুরাতন এক তলা প্রশাসনিক ভবন নিয়ে একাদশ বিজ্ঞান , মানবিক ও বাণিজ্য বিভাগে মোট ৫৩১ জন ছাত্র- ছাত্রী ভর্তি ও মাধ্যমে কলেজটির কার্যক্রম শুরু হয়। কলেজের মালিকানায় অধ্যক্ষ মহোদয়ের বসবাসের জন্য ধর্মপুর মৌজার অন্তর্গত বাগিচাগাঁও এলাকায় সুপ্রভাত নামে একটি বাসভবণ রয়েছে। প্রতিষ্ঠাকালীন সময়ে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন জনাব এ. কে. এম রফিকুল আলম। বিভিন্ন বিভাগের অধ্যাপকের সংখ্যা ছিল মাত্র ০৯ জন এবং ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সংখ্যা ছিল মোট ০৯ জন। উল্লেখ্য তখন ভিক্টোরিয়া কলেজের কয়েকজন নিবেদিত প্রাণ শিক্ষক বিনা পারিশ্রমিকে ক্লাশ নিয়ে কলেজ পরিচালনায় সহায়তা করেছেন। বিষয় ছিল – বাংলা , ইংরেজী, ইসলামের ইতিহাস , পৌরনীতি , অর্থনীতি , যুক্তিবিদ্যা , ব্যবস্থাপনা , হিসাববিজ্ঞান , পদার্থবিজ্ঞান , রসায়ন বিজ্ঞান , জীববিজ্ঞান ও গণিত। পরবর্তীতে কৃষিবিজ্ঞান চালু করা হয়। ২০০০-২০০১ শিক্ষাবর্ষ থেকে কম্পিউটার বিজ্ঞান বিষয়ে ছাত্র – ছাত্রী ভর্তি করা হচ্ছে। এ বিষয়ে প্রথম ভারপ্রাপ্ত শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব সৈয়দ আহমেদ। এ কলেজের ছাত্র-ছাত্রীরা ১৯৭২ সালে এ কলেজ কেন্দ্র থেকেই HSC পরীক্ষায় অংশ গ্রহণ করে। পাশের হার ছিল ৯০.৭৯% । কুমিল্লা কলেজ “ক্যাডেট সংগঠন” নামে একটি সংগঠন অধ্যাপক জনাব মোঃ তাজুল ইসলামের যোগ্য নেতৃত্বে পরিচালিত হয়। মরহুম অধ্যাপক জনাব মোঃ তাজুল ইসলাম আন্তক্রীড়া , বহিক্রীড়া , BNCC, স্কাউট ইত্যাদির মাধ্যমে কলেজের জন্য যথেষ্ট সুনাম অর্জন করেন। ১৯৮৫ সালে ছাত্র-ছাত্রী , শিক্ষক ,কর্মচারী ও অত্র অঞ্চলের জনগনের দাবীর প্রেক্ষিতে তৎকালীন রাষ্ট্রপতি হোসাইন মুহাম্মদ এরশাদ কুমিল্লা টাউন হল ময়দান থেকে কলেজটিকে সরকারি করণের ঘোষনা দেন। এ দাবি আদায়ে তৎকালীন কুমিল্লার সুযোগ্য জেলা প্রশাসক জনাব সৈয়দ আমিনুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তখন তিনি এ কলেজের গর্ভনিং বডির সভাপতির দায়িত্বে ছিলেন। এ বিষয়ে তাঁকে অধ্যাপক জনাব মফিজুল ইসলাম এম, পি এবং জনাব আনসার আহমেদ এম, পি প্রমুখ নেতৃবৃন্দ সহযোগতিা করেন । সরকারি করণের ঘোষনা বাস্তবায়নের কঠিন দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করেন তখনকার এ কলেজের অধ্যাপক মরহুম আবদুল কুদ্দুস , অধ্যাপক আবদুল ওহাব , মরহুম জনাব আলী আহম্মদ , জনাব মুজিবুর রহমান ভূঁইয়া , মিঃ বণিতা মোহন দে এবং জনাব মোঃ রফিকুল ইসলাম সহ তৎকালীন অন্যান্য শিক্ষকমন্ডলী ।

এক নজরে কুমিল্লা সরকারি কলেজ

১. প্রতিষ্ঠাকাল: ১৯৬৮ খ্রিষ্টাব্দ
2. জাতীয়করণ: ১৯৮৫ খ্রিষ্টাব্দ
৩. প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ: জনাব এ কে এম রফিকুল ইসলাম
৪. বর্তমান অধ্যক্ষ: প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম
৫. মোট আয়তন: ২.৬৯৮৫ একর

কলেজের বর্তমান ভবনসমূহ:

১. দ্বিতলবিশিষ্ট পুরাতন প্রশাসনিক ভবন (বর্তমানে শিক্ষক পরিষদ ভবন ও ছাত্রীদের কমনরুম)
২. ত্রিতলবিশিষ্ট নতুন প্রশাসনিক ভবন
৩. ত্রিতলবিশিষ্ট অনার্স ভবন
৪. অধ্যক্ষের বাসভবন (সুপ্রভাত)
৫. ছাত্রদের কমনরুম
৬. দুটি টিনশেড একাডেমিক ভবন

অনার্স বিষয়সমূহ:

ইংরেজি , রাষ্ট্রবিজ্ঞান , ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান

হোস্টেল সুবিধা:

কুমিল্লা সরকারি কলেজে ছাত্র-ছাত্রীদের কোন হোস্টেল সুবিধা নেই।

পরিবহণ সুবিধা:

কুমিল্লা সরকারি কলেজে কোন পরিবহণ সুবিধা নেই।

শিক্ষক সংক্রান্ত তথ্য:

শিক্ষক সৃষ্ট পদ কর্মরত
অধ্যক্ষ ০১ ০১
সহযোগী অধ্যাপক ০২ ০২
সহযোগী অধ্যাপক(সংযুক্ত) ০২
সহকারী অধ্যাপক ১৩ ১৩
সহকারী অধ্যাপক (সংযুক্ত) ০৩
প্রভাষক ১৯ ১৬
প্রদর্শক ০৩ ০১
মোট ৩৮ ৩৮

ছাত্র-ছাত্রী সংক্রান্ত তথ্য:

কোর্স ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা মোট
উচ্চ মাধ্যমিক ১৩৮১ ৫৩৩ ১৯১৪
ডিগ্রী (পাস) ১১৫৩ ৬০৯ ১৭৬২
অনার্স ১৭৮০ ৭১৯ ২৪৯৯
মোট ৪৩১৪ ১৮৬১ ৬১৭৫

কর্মচারী সংক্রান্ত তথ্য:

শ্রেণি সরকারি বেসরকারি মোট
তৃতীয় শ্রেণী ০২ জন ০৫ জন ০৭ জন
চতুর্থ শ্রেণী ০৩ জন ২২ জন ২৫ জন
মোট ০৫ জন ২৭ জন ৩২ জন

উচ্চ মাধ্যমিক পরীক্ষা- ২০১৫ ফলাফল বিবরণী:

শাখা পরীক্ষার্থীর সংখ্যা পাশের সংখ্যা পাশের হার
বিজ্ঞান 383 337 88%
মানবিক 323 195 60.37%
ব্যবসায় শিক্ষা 343 116 34%

গড় পাশের হার = 61%

HSC Courses

Subject Type ScienceBusiness StudiesHumanities
Compulsory subjects 1. Bangla
2. English
3. ICT
1. Bangla
2. English
3. ICT
1. Bangla
2. English
3. ICT
Selective subjects 4. Physics
5. Chemistry
6. Mathematics
7. Biology
4. Accounting
5. Management
6. Economy
7. Agriculture
4. Political Science
5. Islamic History and Culture
6. Philosophy
7. Economy
8. Agriculture